‘আবদুল্লাহ ইবনুর-রাবী" ইবন কায়স আল-খাযরাজী (রা)

عَبْد الله بْن الرَّبِيع

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

'আবদুল্লাহ ইবনুর-রাবী' ইন কায়স আল-আনসারী (রা) মদীনায় প্রখ্যাত খাযরাজ গোত্রে জন্মগ্রহণ করেন। প্রামাণ্য সূত্রে তাঁর জন্ম ও মৃত্যু তারিখ জানা যায় না। তাঁর মাতার নাম ফাতিমা বিনত 'আমর ইবন 'আতিয়্যা ইবন খানসা যিনি ছিলেন নাজ্জার গোত্রের মহিলা। 'আবদুল্লাহ ইবনুর রাবী' (রা)-এর বংশ লতিকা হল, 'আবদুল্লাহ ইবনুর রাবী' ইবন কায়স ইবন 'আমির ইবন 'আব্বাস ইনুল আবজার (তার আসল নাম খাদরা) ইবন আওফ ইবনুল হারিছ ইবনুল খাযরাজ আল-আনসারী আল-খাযরাজী। 'আবদুল্লাহ ইবনুর রাবী (রা) মদীনায় ৭০ জন প্রতিনিধির সাথে ‘আকাবার দ্বিতীয় শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অতঃপর তিনি বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন। ‘আবদুর রহমান ও সা'দ নামে তাঁর দুই পুত্র সন্তান ছিল, যাদের মাতা ছিলেন তায়্যি গোত্রের মহিলা। পরবর্তীকালে 'আবদুল্লাহ ইবনুর রাবী' (রা)-এর কোন বংশধর জীবিত ছিল না...

আরবী জীবনী

- عَبْد الله بْن الرَّبِيع بْن قَيْس بْن عامر بْن عباد بْن الأبجر. واسمه خدرة بْن عوف بْن الْحَارِث بْن الخزرج. وقال بعضهم: خدرة. وهي أم الأبجر. فالله أعلم. وأم عَبْد الله بْن الرَّبِيع فاطمة بِنْت عَمْرو بْن عطية بْن خنساء بْنِ مَبْذُولِ بْنِ عَمْرِو بْنِ غَنْمِ بْنِ مازن بن النجار. وكان لعبد الله من الولد عَبْد الرَّحْمَن وسعد وأمهما من طيّئ. وقد انقرض عقبه فَلَيْس له بقية. وانقرض أيضًا وُلِدَ عباد بْن الأبجر فلم يبق منهم أحد. وشهد عَبْد اللَّه بْن الرَّبِيع العقبة مع السبعين من الأنصار في روايتهم جميعا. وشهد بدرا وأحدا. ومن حلفاء بني الحارث بْن الخزرج...